সর্ম্পক ডেস্ক: করোনাভাইরাসের কারণে অন্টারিও প্রদেশের সব সরকারি স্কুল বন্ধের সিদ্ধান্ত মে মাস পর্যন্ত বাড়ানো হয়েছে।
রোববার অন্টারিও শিক্ষামন্ত্রী স্টিফেন লিসি স্কুল বন্ধের এই ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, অন্টারিও প্রদেশের প্রধান মেডিক্যাল কর্মকর্তা ডা. ডেভিড উইলিয়ামসের সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মন্ত্রী আরো বলেন, আমরা আমাদের ছাত্র-ছাত্রীদের নিরাপদ রাখার জন্য যা দরকার তাই করব। আমরা খুব সর্তকতার সঙ্গে সামনে এগোবো, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ছাত্র-ছাত্রীদের নিরাপদ রাখার জন্য সেরা সিদ্ধান্ত নিবো।
স্টিফেন লিসি বলেন, পরিস্থিতি বিবেচনায় এই বন্ধ আরো বাড়তে পারে।
করোনাভাইরাসের কারণে অন্টারিওতে প্রথম স্কুল বন্ধের ঘোষণা আসে মার্চের ২৩ তারিখে। সেই ঘোষণায় বলা হয়েছিলো সরকারি সব স্কুল মে মাসের ৪ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে।