সর্ম্পক ডেস্ক: ভন এলাকার কোসকোর দোকানের পাঁচ কর্মী করোনায় আক্রান্ত।
ভনের মেয়র মাউরিজিও বেভিল্যাকুয়া এক টুইটার বার্তায় এ তথ্য নিশ্চিত করেন। এটা হলো ওয়েস্টন রোড়ের ৭ নম্বর হাইওয়ের কাছে।
আট কর্মীর করোনা পরীক্ষার পর ওয়েস্টন রোড়ের লঙ্গোর পুনরায় খোলার দুই সপ্তাহ পর এলো কোসকোর কর্মীদের করোনা শনাক্তের খবর।
ইয়র্ক অঞ্চলের জনস্বাস্থ্যের একজন মুখপাত্রের বিবৃতি থেকেও জানা য়ায়।
মুখপাত্র বলেন, কোসকোর করোনা শনাক্তের পর আমরা অল্প সময়ের মধ্যে একটা বৃহৎ তদন্ত পরিচালনা করা হবে যাতে আর কোনা করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া য়ায় কি-না।
ইয়র্ক অঞ্চলের জনস্বাস্থ্যের মুখপাত্র আরো বলেন, আমারা কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে যাচ্ছি উপযুক্ত সংক্রমন প্রতিরোধ, পরিষ্কার এবং জীবাণুমুক্তকরণসহ নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এই পরিদর্শনগুলো চলমান কিন্তু সীমাবদ্ধ নয়- ভেতরে এবং বাহিরে সামাজিক দুরত্ব, স্টাফরুমে সীমিত সংখ্যাক কর্মী, হাত পরিস্কারের জন্য জীবানুনাশক, শিফট শুরুর সময় প্রত্যেক কর্মীকে চেক করা, তাদের সচেনতার জন্য করিডোরগুলোতে একমুখী চলাচল করা হয়েছে।
মাউরিজিও বেভিল্যাকুয়া বলেন, চারপাশে পরিষ্কার ও জীবানুনাশক করা ছাড়াও, ক্রেতাদের সামাজিক দুরত্ব নিশ্চিত করতে কোসকোর দোকানের প্রতিটি সারিতে আত্মরক্ষামূলক বেড়া তৈরি করেছে। এবং সঙ্গে অনেক নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয়েছে সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য।
সোমবার সকাল পর্যন্ত ইয়র্ক অঞ্চলে ১ হাজার ৪০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৮২ জন।