সর্ম্পক ডেস্ক: মহামারি করোনাভাইরাসের মধ্যে ধীরে ধীরে অন্টারিও প্রদেশের অর্থনীতি আবার চালুর পরিকল্পনা করা হচ্ছে।
অন্টারিও পিমিয়াম ডগ ফোর্ড এবং সরকারি কর্মকর্তারা আলোচনা করছেন করোনার মধ্যে প্রদেশটি পুনরায় চালু করার জন্য। এখনো কোন তারিখ নির্ধারন হয়নি।
প্রদেশের অর্থনীতি কয়েকটি ধাপে চালু করার পরিকল্পনা করা হচ্ছে। যদিও সব আগের মতো পুনরায় চালু হয়ে য়ায়, চুড়ান্ত সিদ্ধান্ত হবে ’সামাজিক দুরত্ব’ বজায় রাখা।
কনসার্ট এবং খেলাধুলার বিষয়গুলো নিয়ে সামনে সিদ্ধান্ত নেয়া হবে।
ফোর্ড এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ‘টিকা প্রদান করা ছাড়া কোনভাবেই স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব না।’
এই পরিকল্পনার চূড়ান্ত পর্ব হলো ‘পুনরুদ্ধার’ ধাপ। অন্টারিওকে ‘নতুন স্বাভাবিক’ করার জন্য এবং নিরাপত্তার জন্য সরকার কাজ করে যাচ্ছে।
এই প্রদেশটিকে করোনার প্রতিক্রিয়ায় তিনটি ধাপে ভাগ করা হয়েছে। ১. সুরক্ষা এবং সমর্থন, ২. পুনরায় চালু , ৩ পুনরুদ্ধার।