আবসার হাবীব, ঢাকা
সুন্দর মনোরম সকালের রোদ নিয়ে বসে আছি।
আমি আজ কোথাও যাবো না, নিজের সাথে গল্প করবো।
খবরের কাগজ দরোজার পেটের কাছে আটকে আছে।
থাক, থাক না ও ভাবেই,
আজ আর মন খারাপের গল্প পড়বো না
কোনো সু-সমাচার থাকে না, শুধু রক্ত ঝরার গল্প।
রোদে স্নান শেষে ভাবছি-
তোমার গল্প লিখবো, ভালোবাসার গল্প লিখবো,
পাখির সাথে হাওয়ার সাথে ফিস ফিস করে কথা বলবো,
এভাবেই কাটুক না কয়েকটা ঘণ্টা কিংবা দিন।
এখন তো আর নীল খামে চিঠি লেখা হয় না!
টুইটারে জানাবো আমি খুব ভালো আছি।
ভোরের শিউলি, তুমি ভালো থেকোÑ
ইতি, তোমার ভোরের আকাশ।