সর্ম্পক ডেস্ক: রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার তিনি করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন। পরবর্তীতে টেলিভিশনে সম্প্রচারিত এক সভায় তিনি বিষয়টি আরো একবার নিশ্চিত করেন।
রাশিয়ায় আজকে রেকর্ড পরিমাণ মানুষের করোনা আক্রান্ত হয়েছেন। এর সঙ্গে রাশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়ালো। আর আজকেই মিখাইল মিশুস্তিন করোনায় আক্রান্তের খবর নিশ্চিত হয়েছেন।
সে সময় তিনি উপ-প্রধানমন্ত্রী (প্রথম) আন্দ্রে বেলউসভ ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে বলেন। তার এই সিদ্ধান্তকে গ্রহণ করেছেন পুতিন।
উল্লেখ্য, মহামারি করোনাভাইরাসে রাশিয়ায় এ পর্যন্ত ১ লাখ ৬ হাজার ৪৯৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ১ হাজার ৭৩ জন। সেরে উঠেছে ১১ হাজার ৬১৯ জন ।