নির্দিষ্ট সময়ের আগেই এশিয়া কাপের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৫ সদস্যের এই দল নেই সাব্বির রহমান। নতুন মুখ আরিফুল হক।
এশিয়া কাপের জন্য বিসিবি’র দল ঘোষণা করার কথা ছিলো সেপ্টেম্বরের শুরুর দিকে। তবে, বোর্ড সভাপতি আজ দেশে ফেরায় এশিয়া কাপের দল দিয়েছে বিসিবি।
১৫ সদস্যের চূড়ান্ত ওয়ানডে দলে
প্রথমাবার ডাক পেয়েছেন আরিফুল হক। যদিও টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে তার। তবে, শৃঙ্খলা ভঙ্গের কারণে বাদ পড়েছেন সাব্বির রহমান। সম্প্রতি, স্ত্রীর করা নির্যাতন মামলায় পড়া মোসাদ্দেক সৈকত দলে রয়েছেন।
এদিকে, আঙ্গুলে ইনজুরি থাকা সাকিব আল হাসান এশিয়া কাপের পরই অস্ত্রোপচার করাবেন। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা ও আফগানিস্তান। ১৫ সেপ্টেম্বর উদ্ধোধনী ম্যাচে বাংলাদেশ খেলবে শ্রীলংকার বিপক্ষে।
এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন, লিটন কুমার দাস, আবু হায়দার, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত।
Disclaimer:
The editorial team is not responsible for the content of the writing.