সর্ম্পক ডেস্ক: কানাডার অন্টারিওতে গত ২৪ ঘণ্টায় আরো ৪৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকালের চেয়ে আক্রান্ত কিছুটা কম। এতে করে অন্টারিওতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৫৩ জনে।
রোববার (৩ মে) অন্টারিও স্বাস্থ্য কর্মকর্তা এ তথ্য জানান।
কর্মকর্তা জানান, শুক্রবারে করোনায় আক্রান্তের সংখ্যা ছিলো ৪২১, বৃহস্পতিবারে করোনায় আক্রান্তের সংখ্যা ছিলো ৪৫৯, বুধবারে করোনায় আক্রান্তের সংখ্যা ছিলো ৩৪৭, যা ছিলো গত তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় অন্টারিওতে মৃত্যূ হয়েছে ৪০ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২১৬ জনে।
অন্টারিওতে করোনার সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে উঠেছেন ১২ হাজার ৫০০ জন। এই প্রদেশে সুস্থতার হার ৬৮ দশমিক ৪।
মহামারি করোনাভাইরাসে কানাডায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ৩৬৬ জন। মৃত্যূ হয়েছে ৩ হাজার ৬৬১ জন।