সর্ম্পক ডেস্ক: মসজিদ এবং স্কুল পুনরায় খুলে দেয়ার পরিকল্পনা করছে ইরান। দেশটির যেসব এলাকায় করোনাভাইরাসের প্রার্দুভাব কমে আসছে সেসব এলাকায় এ পদক্ষেপ নেয়া হচ্ছে।
রোববার (৩ মে) ইরানের প্রেসিডেন্ট হাসান রূহানীর সরকার এ উদ্যোগ নিতে যাচ্ছে।
মসজিদ ও ধর্মীয় অনুষ্ঠান বন্ধ করে দেয়া হয় মার্চ মাসের মাঝামাঝি থেকে।
প্রেসিডেন্ট হাসান রূহানী বলেন, ”সোমবার থেকে ইরানের ১৩২টি ‘কম ঝুঁকি’ বা ‘সাদা শহরের’ মসজিদগুলো পুনরায় খুলে দেয়া হবে। জুমার খুতবাও চলবে সেই শহরগুলোতে। তবে, সব পদক্ষেপ নেয়া হবে স্বাস্থ্য সুরক্ষা মেনে।”
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় পুরো ইরানকে করোনায় আক্রান্ত ও মৃতের দিক থেকে তিন ভাগে ভাগ করেছে- সাদা, হলুদ এবং লাল।
মহামারি করোনায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৯৭ হাজার ৪২৪ জন। সুস্থ হয়ে উঠেছে ৭৮ হাজার ৪২২ জন। মৃত্যূ হয়েছে ৬ হাজার ২০৩ জন।