সর্ম্পক ডেস্ক: চলতি বছরের শেষ নাগাদ করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করতে পারবে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের আত্মবিশ্বাসী হয়ে বলেন, এ বছরের শেষেই যুক্তরাষ্ট্র জীবন রক্ষাকারী প্রতিষেধক করবে । ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে।
ওয়াশিংটন ডিসির লিঙ্কন মেমোরিয়ালে আয়োজিত ‘টাউন হল’ শোতে এ দাবি করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, ‘আমরা খুবই আত্মবিশ্বাসী যে এ বছরের মধ্যেই আমরা করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করে ফেলবো, এ বছরের শেষেই।’
প্রায় আড়াই লাখ মানুষের প্রাণ কেড়ে নেওয়া ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারে প্রতিযোগিতা শুরু করেছে বিশ্বের বড় বড় দেশগুলো। ১০২টি সম্ভাব্য প্রতিষেধকের মধ্যে ৮টিকে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আমেরিকার গবেষকদের হারিয়ে অন্য কোনো দেশ প্রতিষেধক আবিষ্কার করে ফেললে আনন্দিত হবেন ট্রাম্প। যে কোনোভাবে একটি কার্যকরী টিকার আবিষ্কারই তার প্রধান চাওয়া, ‘তাতে কিছুই যায় আসে না, আমি কেবল একটি কার্যকরী টিকা চাই। এটা যদি অন্য দেশ করে ফেলে, তবে তাদের আমি টুপি খোলা অভিনন্দন জানাবো।’
গবেষণার অংশ হিসেবে তাড়াহুড়ো করে মানবদেহে টিকার পরীক্ষামূলক প্রয়োগ ঝুঁকিপূর্ণ কি না প্রশ্নে ট্রাম্প বলেছেন, ‘তারা স্বেচ্ছাসেবী। তারা জানে, তাদের দেওয়া কী হচ্ছে।’