সর্ম্পক ডেস্ক: ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা আর নেই ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বুধবার (৬ মে) সকাল ১০টা ১৫ মিনিটের সময় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন তিনি। এর আগে শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার সন্ধ্যা থেকে তাকে হাসপাতালের আইসিইউ-২ (ইনটেনসিভ কেয়ার ইউনিট)-তে লাইফ সাপোর্টে রাখা হয়।
হাবিবুর রহমান মোল্লার ছেলে মশিউর রহমান মোল্লা সজল বিষয়টি নিশ্চিত করে জানান, ১০টা ১৫ মিনিটের দিকে তার বাবার লাইফ সাপোর্ট খুলে ফেলা হয় এবং চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মরদেহ যাত্রাবাড়ীর মাতুইল কাঠের পুল এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন সজল।
হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে ডায়বেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। গত ১ মাস তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গত ছয়-সাত বছর ধরে নিয়মিত বিদেশে চিকিৎসকদের পরামর্শ নিতেন তিনি। বেশ কিছুদিন ধরেই তার শারীরিক অবস্থা খারাপ ছিল।
হাবিবুর রহমান স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী গুণগ্রাহী রেখে গেছেন।