সর্ম্পক ডেস্ক: মহামারি করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রের অবস্থা খারাপ থেকে আরো খারাপের দিকে যাচ্ছে। ভাইরাসে মার্কিন যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৭২ হাজার ছাড়িয়েছে।
ওয়ার্ল্ডওমিটার্সের পরিসংখ্যান অনুযায়ী এ রিপোর্ট লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৭২ হাজার ২৮৪ জন। আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৩৮ হাজার ৪০ জন।
দেশটির ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি নিউ ইয়র্ক রাজ্যে। সেখানে মারা গেছে ২৫ হাজার ২০৪ জন। আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩০ হাজার ১৩৯ জন। নিউ জার্সিতে মারা গেছে ৮ হাজার ২৯২ জন। ম্যাসাচুসেটসে মৃতের সংখ্যা ৪ হাজার ২১২ জন। মিশিগানে মারা গেছে ৪ হাজার ১৭৯ জন। পেনসালভানিয়ায় ৩ হাজার ১৯৬ জন।
এ ছাড়া ইলিনয়িসে ২ হাজার ৮৩৮ জন, ক্যালিফোর্নিয়ায় ২ হাজার ৩৭৯ জন, কানেক্টিকাটে ২ হাজার ৬৩৩ জন ও লুসিয়ানায় ২ হাজার ১১৫ জনের মৃত্যু হয়েছে।
মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ৩৭ লাখ ৪৪ হাজার ৫৯৯ জন। মৃতের সংখ্যা ২ লাখ ৫৮ হাজার ৮৮২ জন। সুস্থ হয়ে উঠেছে ১২ লাখ ৪৯ হাজার ১৯৫ জন।