সর্ম্পক ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৯ হাজার ছাড়িয়েছে ভারতে। গত ২৪ ঘণ্টায় নতুন করো আরো ২ হাজার ৯৫৮ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪৯ হাজার ৪৩৬ জন।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে,গত এক দিনে করোনায় আরো ১২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৯৫ জন। করোনায় নতুন আক্রান্ত যেমন বাড়ছে তেমনই বাড়ছে সুস্থ হয়ে ওঠার সংখ্যাও। এরমধ্যে ১৪ হাজার ১৮৩ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন।
ভারতের মধ্যে সবছেয়ে বেশি খারাপ অবস্থা মহারাষ্ট্রে।
সারা দেশের নিরিখে করোনা পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ আকার নিয়েছে মহারাষ্ট্রে। সেখানে ১৫ হাজার ৫২৫ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৬১৭ জনের। মহারাষ্ট্রের ৩৬টি জেলার মধ্যে ৩৪টিতেই হানা দিয়েছে করোনাভাইরাস। তবে সেখানে সুস্থ হয়ে ওঠার সংখ্যাও সারা দেশের মধ্যে বেশি। ইতোমধ্যে সেখানে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৮১৯ জন। এর পরেই রয়েছে গুজরাট। সেখানে করোনা আক্রান্ত ৬ হাজার ২৪৫ জন। মৃত্যু হয়েছে ৩৬৮ জনের। সুস্থ হয়েছেন ১ হাজার ৩৮১ জন। তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। সেখানে আক্রান্ত ৫ হাজার ১০৪ জন। ৬৪ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১ হাজার ৪৬৮ জন। তামিলনাড়ুতে আক্রান্ত ৪ হাজার ৫৮ জন, রাজস্থানে ৩ হাজার ১৫৮ জন, মধ্যপ্রদেশ ৩ হাজার ৪৯ জন, উত্তরপ্রদেশে ২ হাজার ৮৮০ জন, অন্ধ্রপ্রদেশে ১ হাজার ৭১৭ জন, পাঞ্জাবে ১ হাজার ৪৫১ জন, পশ্চিমবঙ্গে ১ হাজার ৩৪৪ জন ও তেলঙ্গানায় ১ হাজার ৯৬ জন আক্রান্ত হয়েছেন।