সর্ম্পক ডেস্ক: বাংলাদেশে করোনা আক্রান্ত রোগীদের সেবা দিতে গিয়ে বিপদে আছেন চিকিৎসক,নার্স ও পুলিশ। দেশে চিকিৎসক-নার্সসহ ১ হাজার ২৪৫ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে চিকিৎসক ৫১৩ জন, নার্স ৩১০ জন এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী ৪২২ জন।
বুধবার (০৬ মে) বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) এ তথ্য জানিয়েছে।
বিএমএর দফতর সম্পাদক অধ্যাপক ডা. মো. শহিদ উল্লাহ বলেন, এখন পর্যন্ত দেশে মোট ১ হাজার ২৪৫ জন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এদিকে বিএমএ ৫১৩ চিকিৎসক আক্রান্তের তথ্য জানালেও চিকিৎসকদের আরেকটি সংগঠন এ পর্যন্ত ৫৯৩ জন চিকিৎসক আক্রান্তের খবর জানিয়েছে।
ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস (এফডিএসআর) এর প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. শাহেদ ইমরান জানান, এই ৫৯৩ জনের মধ্যে ঢাকায় আক্রান্ত হয়েছেন ৪২৫ জন। এছাড়া বরিশালে ৯ জন, খুলনায় ৪৪ জন, চট্টগ্রামে ১৮ জন, ময়মনসিংহে ৬১ জন, রংপুরে ১০ জন, সিলেটে ২৩ জন ও রাজশাহীতে ৩ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।
দেশে এখন পর্যন্ত ১১ হাজার ৭১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১৮৬ জন।