সর্ম্পক ডেস্ক: ২৪ ঘণ্টায় অন্টারিওতে আরো ৬৮ জনের মৃত্যূ হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১ হাজার ৪২৯ জনে দাঁড়িয়েছে।
এ ছাড়া, নতুন করে আরো ৪১২ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। নতুন রোগী আগের দিনের চেয়ে একটু বেশি। এ নিয়ে অন্টারিওতে মোট আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৭২২ জন।
বুধবার (৬ মে) অন্টারিও স্বাস্থ্য কর্মকর্তা এ তথ্য জানান।
স্বাস্থ্য কর্মকর্তা বলেন, এই প্রদেশে মারা যাওয়াদের মধ্যে ৬০ বছরের ওপরের রোগী হচ্ছে ৪৩ দশমিক ৮ শতাংশ। ৭০ জনের বয়স ৬০ বছরের নিচে। আর ১ হাজার জনের বয়স ৮০-এর ওপর।
তিনি আরো বলেন, অন্টারিওতে মারা যাওয়াদের সিংহভাগেই বৃদ্ধাশ্রমের বাসিন্দা।
করোনাভাইরাসের সঙ্গে লড়াই করে সুস্থ হয়েছেন ১৩ হাজার ২২২ জন।
এ ছাড়া, অন্টােরিওর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৩২ জন। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন ২১৯ জন। ভেন্টিলেটরে আছেন ১৬৬ জন।
মহামারি করোনাভাইরাসে কানাডায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ৩৭৬ জন। মৃত্যূ হয়েছে ৪ হাজার ২২৩ জনের। সুস্থ হয়েছেন ২৭ হাজার ৮০৯ জন।