সর্ম্পক ডেস্ক: মুম্বাইয়ের একটি হাসপাতালের ওয়ার্ডে ব্যাগে মোড়া মৃতদেহের পাশেই রাখা হচ্ছে করোনায় আক্রান্ত রোগীদের।
আবার রোগীদের সঙ্গে আসা তাদের স্বজনদের সেখানে থাকতে ঘুরতে দেখা গেছে। মোবাইল ফোনে ধারণ করা মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন পরিচালিত সিয়ন হাসপাতালের এই চিত্র ছড়িয়ে পড়েছে ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে।
এনডিটিভি অনলাইন জানিয়েছে, ওয়ার্ডে প্লাস্টিকের ব্যাগে মোড়া অন্তত সাতটি মৃতদেহ দেখা গেছে। ওই মৃতদেহগুলোর পাশেই বিছানাতেই চিকিৎসা দেওয়া হচ্ছে করোনা রোগীদের।
বুধবার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন মহারাষ্ট্রের বিজেপি নেতা নীতীশ রানে।
তিনি লিখেছেন, ‘সিয়ন হাসপাতালের মৃতদেহের পাশেই ঘুমাচ্ছেন রোগীরা! এ কেমন প্রশাসন! খুব লজ্জাজনক ঘটনা।’
এ ব্যাপারে হাসপাতালের ডিন প্রমোদ ইনগালে বলেছেন, ‘করোনায় আক্রান্ত এসব মৃত রোগীর স্বজনরা দেহ নিয়ে যেতে রাজি হয়নি। তাই দেহগুলো পড়েছিল সেখানে। দেহগুলি আমরা সরিয়ে নিয়েছি। ঘটনার তদন্ত করা হবে।’