সর্ম্পক ডেস্ক:শিরি শিশু সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ,বনলতা শিল্পী সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠী ও সোহরাওয়ার্দি স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং আমেরিকা প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন-এর প্রধান উপদেষ্টা প্রবীন শিশু সাহিত্যিক হাসানুর রহমান গত ৭ ই মে গুরুতর অসুস্থ হয়ে নিউইয়র্ক এর কুইন্স হাসপাতালে ভর্তি হয়েয়েছেন । হাসপাতাল সূত্রে জানা গেছে, জনাব হাসানুর রহমানের ব্রেইন হেমারাইজ হয়েছে ।জনাব হাসানুর রহমানের সহধর্মিনী বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী পারভীন রহমান এই প্রতিনিধিকে জানান যে, বর্তমানে হাসানুর রহমান হাসপাতালে চিকিৎসকদের বিশেষ পর্যবেক্ষণে রয়েছেন । জনাব হাসানুর রহমান একজন প্রগতিশীল,মুক্তমনা বুদ্ধিজীবী ও প্রখ্যাত শিশু সাহিত্যিক । শিশু সাহিত্যে প্রকাশিত তার রচিত ১৪/১৫টি বই বাজারে চালু রয়েছে । শেষের দিকে কয়েকটি বই ঢাকার অভিজাত প্রকাশনা সংস্থা ‘বাড পাবলিকেশন্স’থেকে প্রকাশিত হয় । এছাড়া তিনি পত্র-পত্রিকায় নিয়মিত লিখেন । তাঁর লেখাগুলো গবেষণাধর্মী ও শিক্ষনীয়।
ব্যক্তিজীবনে হাসানুর রহমান একজন বিনয়ী হাসি-খুশি সদালাপী সজ্জন মানুষ । তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সক্রীয়ভাবে জড়িত ।জনাব হাসানুর রহমানের দুই পুত্র । বড় ছেলে রাজীব রহমান একজন তরুণ সুরকার,গীতিকার ও জনপ্রিয় সংগীত শিল্পী। এছাড়া তিনি একটি ব্যান্ড এর পরিচালক।ছোট ছেলে আশীক রহমান একজন প্রকৌশলী। শিশু সাহিত্যিক হাসানুর রহমানের আশু রোগ মুক্তির জন্য তাঁর পরিবারের পক্ষ্য থেকে দোয়া চাওয়া হয়েছে । এছাড়া আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন সভাপতি সিনিয়ার সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন সাধারণ সম্পাদক হেলাল মাহমুদ এবং বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক এবিএম সালেহ উদ্দীন এক বিবৃতিতে হাসানুর রহমানের সুস্থতা ও আশু রোগ মুক্তির প্রার্থনা কামনা করে সকলের নিকট বিশেষভাবে অনুরোধ করেছেন ।প্রবাসের বিভিন্ন রাজনৈতিক , সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবন্দসহ অনেকেই হাসানুর রহমানের রোগ মুক্তি ও সুস্থতা কামনা করেছেন ।