সর্ম্পক ডেস্ক: বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের প্রকোপ কমতে শুরু করেছে। করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়লেও সুস্থ হওয়ার সংখ্যাও কম নয়। এ পর্যন্ত সারা বিশ্বে ১৪ লাখের বেশি মানুষ সুস্থ হয়েছে।
করোনার লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, করোনায় আক্রান্তদের মধ্যে মৃত্যুর চেয়ে সুস্থ হওয়ার হারই বেশি। ৪০ লাখ ৩৫ হাজার ১৫ জন আক্রান্তের মধ্যে ১৪ লাখের বেশি মানুষ করোনা জয় করেছে। এ সংখ্যা ১৪ লাখ ২৯৪ জন।
করোনায় প্রাণহানি হয়েছে ২ লাখ ৭৬ হাজার ৭০৮ জনের। আক্রান্তের ৯৮ শতাংশের হালকা উপসর্গ এবং ২ শতাংশ রোগী সংকটাপন্ন।
সবচেয়ে বেশি সুস্থ হয়েছে যুক্তরাষ্ট্রে ২ লাখ ২৩ হাজার ৭৪৯ জন। এরপর ১ লাখ ৭৩ হাজার ১৫৭ জন নিয়ে দ্বিতীয় স্থানে স্পেন। তাদের পরে আছে জার্মানি, সুস্থ ১ লাখ ৪৩ হাজার ৩০০ জন। ৯৯ হাজার ২৩ জন সুস্থ হয়ে ইটালি আছে চার নম্বরে।
Like!! I blog frequently and I really thank you for your content. The article has truly peaked my interest.
Thank you so much.keep enjoying our news portal.stay blessed.