সর্ম্পক ডেস্ক: অন্টারিও প্রিমিয়ার ডাগ ফোর্ড শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানান,আগামী সপ্তাহে সিদ্ধান্ত গ্রহণ করা হবে যে কানাডার অন্টারিও প্রদেশের সব স্কুল কবে নাগাদ খোলা হবে।যদিও কানাডার অন্যান্য প্রদেশ ইতোমধ্যে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেও এই ব্যাপারে অন্টারিও প্রদেশ এখনো কোনো সদ্ধান্ত গ্রহণ করেননি।
প্রিমিয়ার ডাগ ফোর্ড তার নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, ‘করোনাভাইরাসের প্রার্দুভাবের কারণে প্রথমে অন্টারিওর সব স্কুল দুই সপ্তাহের জন্য বন্ধ করা হয়। তারপর সেই বন্ধ আরো বাড়িয়ে মার্চের ৩১ তারিখ পর্যন্ত করা হয়। ‘
‘আমি জানি, আগামী সপ্তাহে আমরা স্কুল খোলার ঘোষণা দেব। তারপরও আমরা করোনায় আক্রান্তের সংখ্যা পর্যবেক্ষণ করবো। ‘
তিনি আরো বলেন, গতরাতে স্কুল খোলার ব্যাপারে শিক্ষামন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ হয়েছে। আগামী সপ্তাহে তিনি স্কুল পুনরায় খোলার ঘোষণা দিবেন।