(শিল্পাচার্যের “বিদ্রোহী” দ্বারা অনুপ্রাণিত)
ছিন্ন করো তুমি ভিন্ন করো
তেড়ে আসো তুমি ফুঁড়ে আসো
ভেদ করো তুমি প্রতিরোধ করো
প্রশ্নহীন আনুগত্য সে তোমার জন্য নয়
দ্বিধাহীন দাসত্ব সে হবার নয়
মিথ্যার বেসাতি সে মেনে নেবার নয়
রক্তচক্ষু ভয় আমাদের জন্য নয়
মর্দন মন্থন তৈলচিত্র আমাদের জন্য নয়
বিবেকের বিকিকিনি আমাদের জন্য নয়
আমাদেরকে রুখতে পারবেনা, আমরা বলবই
আমাদেরকে আটকাতে পারবেনা, প্রতিবাদ করবই
আমাদের কন্ঠের দখল নিতে পারবেনা, চিৎকার চলবেই