সম্পর্ক ডেস্ক: দিনদিন করোনাভাইরাসে মৃতের সংখ্যা কমে এসেছে স্পেনে। যার মাধ্যমে গত কয়েকদিন ধরে দেশটির বাসিন্দাদের মধ্যে প্রাণের সঞ্চার হচ্ছে।
সোমবার (১১ মে) স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১২৩ জনের মৃত্যু হয়েছে। যা গত সাত সপ্তাহের মধ্যে সবচেয়ে কম মৃত্যু।
তবে করোনাভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ রোগে ইউরোপের দেশটিতে ২৬ হাজার ৭৪৪ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৮ হাজার ১৪৩ জন।