সম্পর্ক ডেস্ক: মহামারি করোনাভাইরাসে নারীদের চেয়ে পুরুষরা তুলনামূলকভাবে বেশি মারা যাচ্ছেন। শরীরে বিশেষ এক ধরনের এনজাইম বেশি মাত্রায় থাকার ফলে করোনায় পুরুষের মৃত্যুহার নারীর চেয়ে বেশি। করোনাভাইরাসের অনুকূলে কাজ করে এই এনজাইমটি। সেই কারণে প্রবলভাবে পুরুষের শরীরের কোষগুলোকে আক্রমণ করে করোনাভাইরাস। অপরদিকে নারীর শরীরে এই এনজাইমের পরিমাণ পুরুষের চেয়ে অনেক কম থাকায় করোনায় তাদের মৃত্যুহার কম।
অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের সাপ্তাহিক স্বাস্থ্য জার্নাল ইউরোপীয়ান হার্ট জার্নাল-এ উঠে এসেছে এ তথ্য।
এঞ্জিওটেনসিন কভারিং এনজাইম-২ (এসিই২) নামে এই এনজাইম হৃদপিণ্ডে, কিডনি এবং শরীররে অন্যান্য অঙ্গে থাকে। নভেল করোনাভাইরাসের দ্বারা সৃষ্ট শ্বাসপ্রশ্বাসের এ রোগ ফুসফুসে ছড়ানোর ক্ষেত্রে এই এনজাইমের যে একটা ভূমিকা রয়েছে । ফলে এটি করোনা ভাইরাসকে কোষের মধ্যে প্রবেশে সাহায্য করে।
কেবল হৃৎপিণ্ড,কিডনি বা ফুসফুস নয়, পুরুষের টেস্টিকলেও উচ্চমাত্রায় এস-২ থাকে। আর এইটাই পুরুষের অধিক মৃত্যুর কারণ।
প্রতিবেদনে আরো বলা হয়, হৃদযন্ত্র, কিডনি, ডায়াবেটিস চিকিৎসায় বহুল ব্যবহৃত এসিই ইনহিবিটরস বা এঞ্জিওটেনসিন রিসেপয়টর ব্লকারস (এআরবিএস) নামে ব্যাপকভাবে ব্যবহৃত ওষুধ এসিই২ বাড়ায় না এবং যারা এ ওষুধ গ্রহণ করে তাদের করোনাভাইরাস বাড়ে না।