সম্পর্ক ডেস্ক: আজ থেকে ধীরে ধীরে পুনরায় সব কিছু চালু করতে শুরু করেছে ইউরোপের দেশ ফ্রান্স। আগের পরিকল্পনা অনুসারে সোমবার থেকে দেশটির বেশিরভাগ দোকান-পাট খুলেছে।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ফ্রান্সকে রেড জোন এবং গ্রীন জোন এই দুইভাগে ভাগ করা হবে। রেড বা লাল এলাকাগুলোতে পূর্বের মতো লকডাউন কঠোরভাবে আরোপ করা থাকবে।
পাশাপাশি, ফ্রান্সের সব প্রাইমারি স্কুলের ছাত্র-ছাত্রীরা সোমবার থেকে ক্লাসে ফিরবে।
জনসাধারণ যদি সামাজিক দূরত্বের আইন না মেনে চলে তাহলে লকডাউনের কড়াকড়ি পুনরায় আরোপ করা হবে বলে সর্তক করে দিয়েছে ফ্রান্স সরকার।
মহামারি করোনাভাইরাসে এখন পর্যন্ত দেশটিতে ১ লাখ ৭৬ হাজার ৯৭০ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ২৬ হাজার ৩৮০ জন।