সম্পর্ক ডেস্ক: চীনের সরকারি সংবাদমাধ্যমের ভিত্তিতে জানানো হয়েছে, উহানের থাকা ১ কোটি ১০ লাখ বাসিন্দার করোনাভাইরাস শনাক্ত পরীক্ষা করার পরিকল্পনা করছে চীন।
উহানে টানা ১১ সপ্তাহ কঠিন লকডাউনের পর ৮ এপ্রিল সব কিছু খুলে দেওয়া হয় । রোববার শহরটিতে আবার নতুন করে ছয় জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়াগেছে। এরপরই কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কথা জানালো।
সংবাদমাধ্যমে বলা হয়েছে, পরিকল্পনা এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। কীভাবে ১০ দিনের মধ্যে করোনা পরীক্ষা শেষ করা যায় সে বিষয়টি উহানের সব জেলা কর্তৃপক্ষের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে।
দ্য পেপার সংবাদমাধ্যমটি জানিয়েছে, মঙ্গলবার বিকেলের মধ্যে প্রত্যেক জেলা কর্তৃপক্ষকে করোনা পরীক্ষা ১০ দিনে শেষ করার ব্যাপারে তাদের পরিকল্পনার কথা জানাতে বলা হয়েছে। জনসংখ্যার ওপর ভিত্তি করে এই পরীক্ষা শেষ করার দায় থাকবে প্রত্যেকটি জেলার।
‘১০ দিনের যুদ্ধ’ নাম দেওয়া পরিকল্পনাটিতে বলা হয়েছে, পরীক্ষার ক্ষেত্রে বৃদ্ধ ও ঘণবসতিপূর্ণ এলাকা থেকে আসা মানুষদের অগ্রাধিকার দিতে হবে।