সম্পর্ক ডেস্ক: ঈদুল ফিতরের ছুটিতেও ২৪ ঘণ্টার কারফিউ ও লকডাউন থাকছে সৌদি আরবে। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ২৩ থেকে ২৭ মে পর্যন্ত কারফিউ ও লকডাউন থাকছে বলে বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।
২ এপিল রাজধানী রিয়াদ, মক্কাসহ অন্য বড় শহরগুলোতে ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হয়। পবিত্র রমজান উপলক্ষ্যে ২৬ এপ্রিল মক্কা ও এর আশপাশের এলাকা বাদে অন্যসব জায়গায় কারফিউ শিথিল করা হয়।
মন্ত্রণালয় বলেছে, এর আগে ২৫ এপ্রিল জারি করা রাজকীয় ফরমানে অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রমের জন্য যে ছাড় দেওয়া হয়েছিল তা ১৪ থেকে ২২ মে পর্যন্ত বহাল থাকবে। এই সময়ে মক্কা ছাড়া দেশের সব শহরে সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত আট ঘণ্টার কারফিউ শিথিলের যে ঘোষণা দেওয়া হয়েছিল তাও বহাল থাকবে।
মহামারি করোনায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ৮৩০ জন। মারা গেছে ২৭৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৭ হাজার ৬২২ জন।