সম্পর্ক ডেস্ক: ফরাসিদের প্রশ্ন, এই করোনাভাইরাস কী পুরুষ নাকি মহিলা? কোন লিঙ্গে এই ভাইরাসকে চিহ্নিত করা হবে? ব্যাকরণগতভাবে কোভিড-১৯ এর মতো একটি রোগের নামের আগে কি লিঙ্গ সমন্ধসূচক ‘লি’ নাকি ‘লা’ ব্যবহার করা হবে?
অবশেষে চলতি সপ্তাহে এই প্রশ্নের সমাধান দিয়েছে অ্যাকাডেমি ফ্রান্সেস। প্রতিষ্ঠানটি করোনাভাইরাসকে স্ত্রী লিঙ্গ হিসেবে চিহ্নিতের সিদ্ধান্ত নিয়েছে।
অ্যাকাডেমি ফ্রান্সেস এক বিবৃতিতে স্ত্রী সূচক ‘লা’ আর্টিকেল যুক্ত করে বলেছে, এটা ‘লি কোভিড-১৯’ নয়। এটা ‘লা কোভিড-১৯’।
কীসের ভিত্তিতে অ্যকাডেমি করোনাভাইরাসকে স্ত্রী সূচক বলে দাবি করণলো? আসুন জেনে নেই তাহলে।
শব্দ সংক্ষেপের বেলায় লিঙ্গ নির্ধারিত হয় ওই শব্দ গঠনের মূলটির মাধ্যমে। যেমন ধরুন সিআইএ। ফরাসিতে এর পেছনে স্ত্রী লিঙ্গ সূচক আর্টিকেল বসানো হয়-‘লা সিআইএ’। সিআইএ’র ফরাসি বিস্তৃত রূপ হচ্ছে, এজেন্সি সেন্ট্রাল ডি রেনসিনমেন্ট। ফরাসিতে এজেন্সি হচ্ছে স্ত্রী লিঙ্গ। সিআইএয়ের আদ্যাক্ষর বা শব্দ সংক্ষেপও স্ত্রী লিঙ্গ। তাই ফরাসিতে লেখা হয় ‘লা সিআইএ।’