সম্পর্ক ডেস্ক: ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডবে পুরো পশ্চিমবঙ্গ লন্ডভন্ড হয়ে গেছে।
বুধবার স্থানীয় সময় রাত ৯টার দিকে নবান্নে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ঘূর্ণিঝড় আম্ফানের আঘাতে ‘দুই ২৪ পরগনা ধ্বংস হয়ে গিয়েছে…বাড়িঘর, নদী বাঁধ ভেঙে গিয়েছে, ক্ষেত ভেসে গিয়েছে।’
মমতা জানান, শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ থেকে ১২ জনের মৃত্যুর খবর এসেছে নবান্নে।
সারাদিনই নবান্নের কন্ট্রোল রুম থেকে ঝড়ের গতি-প্রকৃতির খোঁজখবর রাখছিলেন তিনি।
মুখ্যমন্ত্রী জানান, পাথরপ্রতিমা, নামখানা, বাসন্তী, কুলতলি, বারুইপুর, সোনারপুর, ভাঙড় থেকে যা খবর এসেছে তা ভয়াবহ। খারাপ খবর উত্তর ২৪ পরগনা থেকেও। তবে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পেতে ৩-৪দিন লেগে যাবে বলে জানান তিনি।
কেন্দ্রীয় সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘দক্ষিণবঙ্গ প্রায় ৯৯ শতাংশ শেষ হয়ে গিয়েছে। কেন্দ্রের কাছে আবেদন থাকবে, পলিটিক্যালি দেখবেন না, মানবিকভাবে দেখুন। ধ্বংসের হাত থেকে উন্নয়নের পথে আবার সবাইকে শামিল করে একসঙ্গে কাজ করব।’