সম্পর্ক ডেস্ক: মহামারি করোনাভাইরাসের মৃতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে পাকিস্তানে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত করোনা লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত পাকিস্তানে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৮ হাজার ৯১ জন। দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, মৃতের সংখ্যা ১ হাজার ১৭ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ হয়েছে ২ হাজার ১৯৩ জনের। মারা গেছেন ৩২ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩২ হাজার ৯১৯ জন। আর ১৪ হাজার ১৫৫ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।
গত ১৮ মার্চ পাকিস্তানে প্রথম কোভিড-১৯ রোগীর মৃত্যু হয়, কয়েকদিন পরই দেশজুড়ে লকডাউন ঘোষণা করা হয়। মের শুরুতে ধাপে ধাপে কড়াকড়ি তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়। কিছু দোকানপাট ও উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের ব্যবসা শুরু করলেও ১৫ জুলাই পর্যন্ত সব স্কুল বন্ধ থাকছে।