সম্পর্ক ডেস্ক:শতাধিক যাত্রী নিয়ে পাকিস্তানের করাচিতে ভেঙে পড়লো একটি যাত্রীবাহী বিমান। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ওই বিমানটি আজ করাচির জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে এই দূর্ঘটনার শিকার হয়।
বিমানটি ক্র ও যাত্রী-সহ মোট ১০০ জন আরোহী ছিলেন বলে জানা গেছে সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে। বিমানটি লাহোর থেকে করাচি যাচ্ছিল। এয়ারবাস এ ৩২০ মডেলের উড়োজাহাজটি করাচির একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ৷দুর্ঘটনার পরপরই সেনাবাহিনীর উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছে কাজ শুরু করেছে বলে পাকিস্তান আইএসপিআরের তরফ থেকে জানানো হয়েছে।