এবিএম সালেহ উদ্দীন,কবি ও প্রাবন্ধিক, নিউ ইয়র্ক।
দীর্ঘ একমাস সিয়ামের কৃচ্ছতা সাধন,সংযম ও আত্মশুদ্ধির মাধ্যমে রোজাব্রত পালনের পর বারবার ফিরে আসা ফিতরা দানের ঈদ পবিত্র ঈদুল ফিতর আমাদের সামনে সমাগত।
মানবশত্রু করোনা ভাইরাসের আক্রমণে ঘোর আতঙ্কে সমগ্র পৃথিবী স্থবির ও অচল হয়ে গ্যাছে । বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া মরণব্যধি এই ভয়ংকর ভাইরাসের শিকার হয়ে অসংখ্য মানুষ আক্রান্ত হচ্ছে । প্রতিনিয়ত মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করছে অগনিত মানুষ । স্বজনহারার আর্তনাদ, ক্ষুধার্তের হাহাকার এবং শোকসন্তাপে সারা পৃথিবী এখন বিষাদময় ।
আমাদের চিন্তা ও চেতনার মূল আকরে ছড়ানো আলোকরশ্মিতে ঈদের সত্যিকার শিক্ষা হচ্ছে মানুষের মধ্যকার হিংসা-বিদ্বেষ দূরীভূত করে বিশ্বব্যাপী সাম্য-মৈত্রী ও সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা । সবার আনন্দ ও খুশি ফিরিয়ে আনা ।
বিষাদময় পৃথিবীর স্থবিরতার পরিবর্তে সিয়ামের শিক্ষায় আত্মার শুদ্ধি ও মননের উৎকর্ষে নিজেকে নির্মল করে তোলা । সমাজের অসঙ্গতিকে বিদূরিত করে গরীব দু:খি ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানো । সাম্য-মৈত্রীর বন্ধনে সকল মানুষের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করা ।আমরা আর অমানিশার ঘোর আতঙ্কে বন্দী থাকতেচাই না । আমরা চাই নিস্তব্ধ পৃথিবী আবার জেগে উঠুক ।
ধর্মপ্রাণ মুসলমান তথা বিশ্ব মানবতা একীভূত হয়ে সকল প্রকার দু:খ, শোক এবং আল্যস্য জড়িমার জীর্ণতা কাটিয়ে ঈদের আনন্দ ও খুশির ঝলকে উজ্জীবিত হয়ে উঠুক । ঈদ আসুক সবার তরে ।
ঈদ আসুক সবার ঘরে ।সবাইকে ঈদের অফুরন্ত শুভেচ্ছা ।