সম্পর্ক ডেস্ক: বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৬ লাখ ছাড়ালো। মঙ্গলবার করোনাভাইরাসের সংক্রমণ সংখ্যা নিয়ে করোনা লাইভ আপটেড দেয়া ওয়েবসাইটে ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।
তালিকায় দেখা গেছে, আক্রান্তদের দুই তৃতীয়াংশই ইউরোপ ও যুক্তরাষ্ট্রের। করোনায় মৃতের সংখ্যাও বিশ্বের অন্যান্য অঞ্চলের চেয়ে এই দুই অঞ্চলে বেশি।
ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ১৯ লাখ ২৭ হাজার জন ইউরোপের। এদের মধ্যে মারা গেছেন ১ লাখ ৬৮ হাজার ৭৬৮ জন। উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৪৪৬ জন। এদের মধ্যে মারা গেছেন ১ লাখ ১৫ হাজার ২৭৩ জন।
তালিকায় এর পরের অবস্থানেই আছে এশিয়া মহাদেশ। এই অঞ্চলের দেশগুলোতে ৯ লাখ ৯২ হাজার ৮১৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। আর মারা গেছেন ২৭ হাজার ৯৮৩ জন আক্রান্ত। দক্ষিণ আমেরিকায় করোনায় আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৫৬ হাজার ৬১২ জন এবং মৃতের সংখ্যা ৩২ হাজার ৬৪৯। আফ্রিকায় ১ লাখ ১৮ হাজার ৩১৮ জন আক্রান্ত হয়েছে এবং ৩ হাজার ৫১১ জন মারা গেছে।