সম্পর্ক ডেস্ক:-স্বাস্থ্য বিভাগের সার্বিক পরিস্থিতি বিবেচনায় গত ২৪ ঘন্টার প্রতিবেদনে জানা যায় আজ সর্বোচ্চ সনাক্ত ২০২৯ জন। মৃত্যু ১৫ জন। সুস্থ হয়েছেন ৫০০ জন। আর এপর্যন্ত সনাক্ত মোট ৪০৩২১ মৃত্যু ৫৫৯ এবং সুস্থ হয়েছেন ৮৪২৫ জন।এদিকে সরকার এক প্রজ্ঞাপনে আগামী ৩১ মে থেকে শর্ত সাপেক্ষে লকডাউন শিথিলতার কথা জানিয়েছেন। কোভিড ১৯ বিস্তার রোধে ১৫ জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা চলবে।এ সময়ে এক জেলা হতে অন্য জেলায় চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে। রাত ৮ টা থেকে সকাল ৬টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে যেতে পারবে না।
এ সময়ে সবাইকে স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে চলতে বাধ্য করা হয়েছে। নিষেধাজ্ঞা চলাকালীন শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা যাবে না। তবে সকল সরকারি আধাসরকারী স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠান নিজ দায়িত্বে সীমিত পরিসরে খোলা থাকবে।সেক্ষেত্রে ঝুকিপূর্ণ ব্যক্তি অসুস্থ কর্মচারী এবং সন্তান সম্ভবা নারী কর্মস্থলে উপস্থিত না হতে বলা হয়েছে।এই আদেশের বলে কেউ নিজ কর্মস্থল ত্যাগ করতে পারবে না। এবং স্বাস্থ্য বিধি মেনেগণ পরিবহন যাত্রীবাহী জলযান রেল ও বিমান চলাচল করতে পারবে।সর্বাবস্থায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। সভা সমাবেশ, গণ জমায়েত ও অনুষ্টান আয়োজন করা যাবে না তবে ধর্মীয় উপাসনালয় স্বাস্থ্য বিধি মেনে নিজ নিজ ধর্মীয় প্রার্থনা অব্যাহত থাকবে।