সম্পর্ক ডেস্ক:বিশ্ব ছেড়ে অমৃতলোকে যাত্রা করলেন পশ্চিম বঙ্গের কবি শম্ভু রক্ষিত।শুক্রবার সকাল আটটা নাগাদ, হলদিয়ার সুতাহাটার বিরিঞ্চিবেড়িয়ার বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি।বয়স হয়েছিল ৭২ বছর। দু বছর ভুগছিলেন পারকিনসন্স রোগে।
বাংলা ভাষার বোহেমিয়ান কবি হিসেবে পরিচিত কবি শম্ভু রক্ষিতের জন্ম ১৯৪৮ সালের ১৬ আগস্ট। তাঁর আটটি একক কাব্যগ্রন্থ রয়েছে। তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ “প্রিয় ধ্বনির জন্য কান্না” তাঁকে প্রতিষ্ঠা দেয় অনন্য কবি হিসেবে।লেখালেখি শুরু স্কুলে হাতে–লেখা পত্রিকায়। স্কুলপত্রিকা এবং ‘মা’ নামের একটি পত্রিকা সম্পাদনা দিয়ে সম্পাদক জীবনের শুরু।
প্রথম কাব্যগ্রন্থ ‘সময়ের কাছে কেন আমি বা কেন মানুষ’ প্রকাশিত হয় ১৯৭১ সালে। অবর্ণনীয় দারিদ্র্য সত্ত্বেও সারা জীবন কবিতা নিয়েই কাটিয়েছেন। বিশ্বাস করতেন, পৃথিবী জুড়ে সারাক্ষণ একটি মহৎ কবিতা লেখা হচ্ছে! আর পৃথিবীর সমস্ত কবি তাতে কেবল লাইন সংযোজন করে যাচ্ছেন!
উল্লেখ্য কাব্যগ্রন্থ ‘রাজনীতি’, ‘সঙ্গহীন যাত্রা’, ‘ঝাড় বেলুনের জোট’, ‘শম্ভু রক্ষিতের শ্রেষ্ঠ কবিতা’। একমাত্র উপন্যাস ‘অস্ত্র নিরস্ত্র’ এবং গল্পসঙ্কলন ‘শুকনো রোদ কিংবা তপ্তদিন অথবা নীরস আকাশ প্রভৃতি’। পেয়েছেন পশ্চিমবঙ্গ লিটল ম্যাগাজিন মেলার ‘মধুপর্ণী’ পুরস্কার, ‘শব্দগুচ্ছ’ ও ‘তিতীর্ষু’ সম্মান। কবি, সম্পাদক চন্দন দাস তথ্যচিত্রে ধরে রেখেছেন কবির জীবন ও সৃজন।