সম্পর্ক ডেস্ক:লিবিয়ায় ৩০ জন অভিবাসীকে গুলি করে হত্যা করা হয়েছে। এর মধ্যে ২৬ জনই বাংলাদেশি বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের খবরে বলা হয়, লিবিয়ার মানব পাচারকারী এক ব্যক্তির পরিবারের সদস্যরা ওই ৩০ অভিবাসীকে গুলি চালিয়ে হত্যা করেছে। ওই পাচারকারী আগেই মারা গেছেন। সেই মৃত্যুর দায় এই অভিবাসীদের ওপর চাপিয়েছে তার স্বজনেরা। তার প্রতিশোধ নিতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
রয়টার্সের খবরে জানানো হয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃত লিবিয়ার সরকার আজ বৃহস্পতিবার এক বিবৃতি দিয়ে এসব কথা জানিয়েছে।
ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ মর্মান্তিক যটনায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন গভীর শোক প্রকাশ করেছেন। ইতিমধ্যে দূতাবাস লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে পুরো ঘটনার তদন্তসহ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার, দোষীদের যথাযথ শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার জন্যও অনুরোধ জানিয়েছে। এর প্রেক্ষিতে, লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিজদাহের সুরক্ষা বিভাগকে অপরাধীদের গ্রেফতার এবং তাদের বিচারের আওতায় আনার জন্য সমস্ত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে।
লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনার পর থেকে মাদারীপুরের ১৩ যুবকের কোনো খোঁজ পাচ্ছে না তাদের পরিবারের সদস্যর
এতে উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন নিখোঁজদের পরিবার। তারা বেঁচে আছে না মারা গেছে তার সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না।
ওই হতাহতের ঘটনায় এদের কেউ রয়েছে কি না তারও হদিস পাওয়া যাচ্ছে না। তবে হত্যাকাণ্ডের পর থেকেই মাদারীপুরের ১৩ যুবকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে তাদের পরিবার সূত্রে জানা গেছে।