সম্পর্ক ডেস্ক: & friends এর ৩য় পর্বে রবীন্দ্র জয়ন্তী উদ্জাপন করতে যাচ্ছেন আগামী শনিবার সকাল ১১ টা থেকে।
সবারে করি আহ্বান-এসো উৎসুকচিত্ত, এসো আনন্দিত প্রাণ॥এ পর্বে সঙ্গীত পরিবেশনায় থাকছেন- বাংলাদেশ থেকে রবীন্দ্রসঙ্গীত শিল্পী কাদেরী কিবরীয়া। বাংলাদেশ ছায়ানটের প্রাক্তন শিক্ষক এবং ছায়ানট এলমনাই এসোসিয়েশন কানাডার পরিচালক জিবিনা সঞ্চিতা হক ।কলকাতার শিল্পী বর্তমানে কানাডা প্রবাসী জনপ্রিয় রবীন্দ্র সঙ্গীত শিল্পী শাশ্বত সান্যাল।কবিতা আবৃত্তি করবেন সুপরিচিত নাট্যকর্মী আহমেদ হোসেন। আরো আবৃত্তি করবেন টরন্টো শহরের জনপ্রিয় উপস্থাপক ও আবৃত্তি শিল্পী সুদর্শিনী ফারহানা আহমেদ।
বাংলাদেশ থেকে আলোচনায় যোগ দেবেন কথা শিল্পী, লেখক ও গবেষক ফরিদা রহমান।অনুস্ঠানটি সঞ্চালনা,পরিকল্পনা ও সার্বিক দায়িত্বে আছেন ফারহানা পল্লব। আপনারা সকলে আমন্ত্রিত।
#The live-Farhana & Friends| Episode-3 Rabindra Jayanti
কাদেরী কিবরীয়া….বাংলাদেশ ছায়ানটের প্রাক্তন শিক্ষক এবং ছায়ানট এলমনাই এসোসিয়েশন কানাডার পরিচালক জিবিনা সঞ্চিতা হক ….জনপ্রিয় রবীন্দ্র সঙ্গীত শিল্পী শাশ্বত সান্যাল… কবিতা আবৃত্তি করবেন সুপরিচিত নাট্যকর্মী আহমেদ হোসেন…জনপ্রিয় উপস্থাপক ও আবৃত্তি শিল্পী সুদর্শিনী ফারহানা আহমেদ – Great!
আপনাকে অনেক ধন্যবাদ।