সম্পর্ক ডেস্ক:শুক্রবার অটোয়ায় বর্ণবাদ বিরোধী ও পুলিশী বর্বরতার বিরুদ্ধে একটি সমাবেশে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো হাঁটু গেড়ে বসে বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।অনুষ্ঠানে বক্তারা যে বক্তব্য দিয়েছিলেন,তার অনেক কথার জবাবে ট্রুডো হাততালি দিয়ে সেই শ্লোগানের প্রতি সমর্থন জানান।আমেরিকার অসংখ্য শহরে বর্ণবাদ এবং পুলিশি বর্বরতার বিরুদ্ধে কানাডার বেশ কয়েকটি শহরে বিক্ষোভ হচ্ছে।
উলেখ্য,২৫শে মে যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে জর্জ ফ্লয়েড নামের একজন কৃষ্ণাঙ্গকে গ্রেপ্তারকালে একজন পুলিশ অফিসার তার ঘাড়ে হাঁটু চেপে ধরেছিল এবং পুলিশ হেফাজতে থাকাকালীন সে মৃত্যুবরণ করে।এই হত্যার প্রতিবাদে আমেরিকা,কানাডা সহ বিশ্বের বিভিন্নস্থানে বিক্ষব সমাবেশ হচ্ছ।