সম্পর্ক ডেস্ক: চীনে উৎপত্তি হওয়া করোনাভাইরাসের দাপট চলছে বিশ্বজুড়ে। এখন পর্যন্ত থামার কোনো লক্ষণ নেই। মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী ৪ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশে এই ভাইরাসে মৃতের সংখ্যা ৪ লাখ ৯৮ জন। আন্তর্জাতিকভাবে করোনা লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডমিটারস থেকে এ খবর জানা যায়।
গেল বছরের ৩১ ডিসেম্বর চীনের উহানে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এরপর দ্রুত ছড়াতে থাকে এই ভাইরাস। বিশ্বের ২১৩টি দেশে ছড়িয়ে পড়ে রহস্যময় এই ভাইরাস।
ওয়েবসাইটের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ লাখ ১৮ হাজার ৯৬০ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩৩ লাখ ৮৬ হাজার ২৮৯ জন।
প্রায় কয়েক সপ্তাহ ধরে আক্রান্ত ও মৃত উভয় দিক থেকেই বর্তমানে শীর্ষ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ক্ষমতাধর এ দেশটিতে এখন পর্যন্ত ১৯ লাখ ৭৬ হাজার ৫১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ১১ হাজার ৭১৬ জনের।
মৃত্যূর দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৪০ হাজার ৪৬৫ জনের। আর আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৪ হাজার ৮৬৮ জন।
তৃতীয় স্থানে রয়েছে নতুন করে বেশি আক্রান্তের দেশ ব্রাজিল। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৩৫ হাজার ২১১ জন। মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৫১ হাজার ৯৮০ জন।
এদিকে স্পেন, ফ্রান্স, রাশিয়া, তুরস্ক, ইরানসহ আরো কয়েকটি দেশ ভাইরাসের উৎপত্তিস্থল চীনকেও ছাড়িয়ে গেছে।
বিশ্বব্যাপী বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা। বেড়েই চলছে মৃত্যুর মিছিল।