সম্পর্ক ডেস্ক: বিশ্বে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ছাড়ালো।
রোববার বিশ্বব্যাপী করোনা লাইভ আপটেড দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ড মিটার এ তথ্য জানিয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ৩৭ হাজার ৫৯ জন। মারা গেছেন ৪ লাখ ৩ হাজার ৩৪৫ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ লাখ ৪২ হাজার ৩৪ জন।
তালিকা অনুযায়ী, আক্রান্ত ও মৃত-দুটি ক্ষেত্রেই শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত ১৯ লাখ ৯৬ হাজার ৪৯৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মারা গেছেন ১ লাখ ১২ হাজার ২০৫ জন।
আক্রান্তের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। এখন পর্যন্ত দেশটিতে ৬ লাখ ৭৭ হাজার ৯৪৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৩৬ হাজার ৬৫ জন।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া। ২৪ ঘণ্টায় দেশটিতে ৮ হাজার ৯৮৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে আক্রান্তের মোট সংখ্যা ৪ লাখ ৬৭ হাজার ৬৭৩ জনে পৌঁছেছে।
ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে আক্রান্তের তালিকায় শীর্ষ দশের মধ্যে অবস্থান করছে পেরু। দেশটিতে গত এক সপ্তাহে প্রতিদিনে আক্রান্তের গড় চার হাজারের বেশি। এখন পর্যন্ত ১ লাখ ৯১ হাজার ৭৫৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৫ হাজার ৩০১ জন।