সম্পর্ক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সৌদি আরবে নতুন করে আরো ৩ হাজার ৪৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে করে দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ১ হাজার ৯১৪ জনে দাঁড়িয়েছে।
রোববার সৌদি গেজেট এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ২৪ ঘণ্টায় আরো ৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা এখন ৭১২ জন।
নতুন করে আক্রান্তদের মধ্যে ৭১৭ জন রাজধানী রিয়াদের, ৬২৩ জন মক্কার, ৩৫১ জন জেদ্দার, ২৫৭ জন দাম্মামের এবং ৯৫ জন মদিনার বাসিন্দা।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৬ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন। দেশটিতে করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা এখন ৭২ হাজার ৮১৭ জন।