হিমাদ্রী রয় সঞ্জীব
মিঃ ফ্লয়েড আপনার কাতর আর্তি দেখেছে রাজপথ
দু-পায়ি শ্বাপদের হাঁটুতে চাপা আপনার ঘার,
ভয়ঙ্কর অবিচার দেখে মানুষ জেগেছে আবার
কেউ খুঁজে সু্যোগ, নিয়ম-অনিয়মের জনরোষে উত্তাল জনপদ।
লাখো মানুষের ক্ষোভময় চিৎকারে নড়েছে শাসকের ভিত
অবারিত অক্সিজেন,তবু বঞ্চিত মানুষ বলছে I Can’t Breathe.
প্রশাসন নতজানু, দেশজুড়ে পুলিশ বসেছে হাঁটু গেড়ে
মনে যাই থাক মুখরিত সমাগম সাম্যের গান মানবতার তরে।
মিঃ ফ্লয়েড আপনার মৃত্যুতে সভ্যতা আজ ভিষণ আহত।
প্রতিবাদী কবির কবিতা, বিক্ষুব্ধ বৈচিত্র্যময় শহরের নাগরিক ড্যেডি বদলে দিয়েছে পৃথিবী বলে আপনার কন্যা আজ গর্বিত,
I Have a Dream কালো মানুষটির স্বপ্নের ফুল শয্যাগত।
মিঃ ফ্লয়েড মিডিয়ার বদান্যতায় আপনি পরিচিত বিশ্বজুড়ে।
যখন কোন নিখিল মরে, খবর হয় না এই নিখিল সংসারে।
আপনারই মতো আর্তনাদ করেছে সে মেরুদন্ডে হাঁটুর আঘাতে
নিখিলের মৃত্যু উত্তাপ ছড়ায় না আজকের তাজা খবরে।
ব্ল্যাক লাইভ ম্যেটার লিখে আমরা ফেইসবুকে সাঁটাই ছবি,
আমাদের শিষ্টাচার সব মিঃফ্লয়েড আপনার জন্যে
নিখিল কে নিয়ে লিখে না, শিরদাঁড়া উঁচু কোন কবি।