সম্পর্ক ডেস্ক: একদিনে রেকর্ড ৯ হাজার ৯৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে ভারতে। আর এতে করে সোমবার ভারতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ছাড়িয়েছে। এ নিয়ে টানা ষষ্ঠ দিন ৯ হাজারের বেশি করেনাভাইরাসের রোগী পাওয়া গেলো দেশে।
দুই মাসের লকডাউনের পর সরকার কিছু বিধিনিষেধ শিথিল করেছে। প্রথম ধাপে শপিং মল, উপাসনালয় ও রেস্তোরাঁ খুলেছে। এরই মধ্যে বেড়ে চলেছে আক্রান্ত আর মৃত্যু। গত ২৪ ঘণ্টায় ২০৬ জনের মৃত্যুতে মোট প্রাণহানি বেড়ে হয়েছে ৭ হাজার ১৩৫ জন। আর এখন পর্যন্ত আক্রান্ত ২ লাখ ৫৬ হাজার ৬১১ জন।
সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২৪ হাজার ৯৫ জন মানুষ। এই রোগে সুস্থতার হার এখন ৪৮.৩৫ শতাংশ।
মহারাষ্ট্র সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ৮৫ হাজারের বেশি আক্রান্ত নিয়ে এই অঙ্গরাজ্য চীনকে পেছনে ফেলেছে। মৃত্যুতেও তারা অন্য সব রাজ্যের চেয়ে এগিয়ে। মোট ৩ হাজার ৬০ জন মারা গেছেন।