সম্পর্ক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। ওয়ার্ল্ডোমিটারের দেওয়া তথ্য অনুযায়ী এ রিপোর্ট লেখা পর্যন্ত বিশ্বের ক্ষমতাধর দেশটিতে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ১৪ হাজার ১১০ জন।
দেশটিতে মারা গেছেন ১ লাখ ১২ হাজার ৬৪৫ জন। সেরে উঠেছেন ৭ লাখ ৬৩ হাজার ৩০৩ জন। চিকিৎসাধীন রয়েছে ১১ লাখ ৩৮ হাজার ১৬২ জন। তার মধ্যে ১৬ হাজার ৯২৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পর রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৬ লাখ ৯৩ হাজার ৯৫৩ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছে ৪ লাখ ৭৬ হাজার ৬৫৮ জন। স্পেনে ২ লাখ ৮৮ হাজার ৭৯৭ জন। যুক্তরাজ্যে ২ লাখ ৮৭ হাজার ৩৯৯ জন।
যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য থেকে শুরু করে নিয়ন্ত্রাণাধীন অঞ্চল; সবখানেই ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি নিউ ইয়র্ক রাজ্যে। সেখানে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৯৮ হাজার ৮২৮ জন। মারা গেছেন ৩০ হাজার ৪৪২ জন। নিউ জার্সিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৬ জন। মারা গেছেন ১২ হাজার ২১৬ জন।
ক্যালিফোর্নিয়ায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৩১ হাজার ৭১০ জন। ইলিনয়িসে ১ লাখ ২৭ হাজার ৭৫৭ ও ম্যাসাচুসেটসে ১ লাখ ৩ হাজার ৪৩৬ জন। বাকি রাজ্যগুলোতে আক্রান্তের সংখ্যা লাখের নিচে রয়েছে।