হোসনে আরা জেমী
পৃথিবীর অসুখটা সেরে গেলে
জীবনের গল্পটা লিখেই ফেলবো ভাবছি।
গল্পে, কবিতায় কিংবা উপন্যাসে
লিখেই ফেলবো অসমাপ্ত সব কথামালা।
যেখানে ভালোবাসার চেয়ে
অবহেলা বড় বেশী কাঁদায়।
বুকের অলিন্দে যে কষ্টের ছাঁয়া
আবছায়া হয়ে আছে
ভালোবাসার পরশে মিশিয়ে দিয়ে
নতুন পৃথিবীতে
নতুন করে বেঁচে ফিরে
আবার ভালোবাসায় হারাবো।।
জংধরা পুরোনো বন্ধুত্ব ঝালিয়ে নেবো
থেমে যাওয়া সম্পর্কগুলোর
কারণ জানিয়ে দেবো।।
পৃথিবীর অসুখটা সেরে গেলে
সাগরের নীলে হারাবো
সূর্যোদয় আর সূর্যাস্তটা সেখানেই দেখবো।
খোলা আকাশের নীচে দাঁড়িয়ে সর্বাঙ্গে
নরম রোদের পরশ ছোঁয়াবো।
গভীর রাতে সাগরের পাড়ে দাঁড়িয়ে
তোমার হাতে হাত রেখে
আকাশের তারা গুনবো।।
পৃথিবীর অসুখটা সেরে গেলে
তোমাকে লেখা চিঠিগুলো
তোমায় দিয়ে দেবো
বই এর মলাটে বন্দী করে রেখো
আবার লিখবো চিঠি প্রতিদিন।।
পৃথিবীর অসুখটা সেরে গেলে
সাহসী যোদ্ধা দের জড়িয়ে ধরে
ভালোবাসায় হারাবো।
লিখে রাখবো তোমাদের কথা
কবিতায়, গানে, গল্পে কিংবা উপন্যাসের পাতায়।
প্রিয় পৃথিবীকে সাজাবো নতুন রূপে
বাঁচবো নতুন আশায়।
পৃথিবীর অসুখটা সেরে গেলে
মালতীনগরের বাড়িটায়
মাকে জড়িয়ে ধরে অনেক কাঁদবো।
জীর্ণ করতোয়ার পাশে দাঁড়িয়ে
বলবো ফিরে এসেছি।
পৃথিবীর অসুখটা সেরে গেলে
সব ভুলে শুধু ভালোবাসায় হারাবো।