সম্পর্ক ডেস্ক: নানা প্রতিকূলতা এবং দারিদ্র্যতার মাঝেও পরীক্ষায় অসামান্য অবদান রাখা ঈশ্বরদীর চার অদম্য মেধাবীদের পাশে দাঁড়িয়েছেন ঈশ্বরদী ইউএনও শিহাব রায়হান।
সোমবার তার কার্যালয়ে ঈশ্বরদীর চার মেধাবী মনিকা, আনিকা (জমজ বোন), নুপুর ও সাগরিকারসহ প্রত্যেকের হাতে ৪ হাজার টাকা করে মোট ১৬ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন।
এবারের এসএসসি পরীক্ষায় নানা প্রতিকূলতাকে জয় করে কৃতিত্বের সঙ্গে জিপিএ-৫ লাভ করে ঈশ্বরদীর রূপপুর জিগাতলা এলাকার দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অসুস্থ্ বাবার অসহায় জমজ মেয়ে আনিকা ও মনিকা। এ ছাড়া তাদের মতো জিপিএ-৫ পায় উপজেলার সাঁড়া ঝাউদিয়া গ্রামের দিনমজুর বাবার মেয়ে হোসনে আরা কবির নুপুর ও ফতে মোহাম্মদপুর এলাকার দিনমজুর বাবা ও গৃহপরিচারিকা মায়ের সন্তান সাগরিকা খাতুন। ফল প্রকাশের পর স্থানীয় ও জাতীয় পত্রিকায় অদম্য মেধাবীদের নিয়ে সংবাদ প্রকাশ হয়। নজরে আসে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হানের। তিনি অদম্য মেধাবীদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তার জন্য উদ্যোগ গ্রহণ করেন।
দারিদ্র্যের কারণে এসব মেধাবীরা ভবিষ্যতে লেখাপড়া নিয়ে যেমন উদ্বিগ্ন ছিল তেমনি পড়ালেখা বন্ধ হওয়ারও উপক্রম হয়েছিল। এই অবস্থায় পড়ালেখা যাতে বন্ধ না হয় সেজন্য ঈশ্বরদীর ইউএনও শিহাব রায়হান এসব মেধাবীদের কলেজে ভর্তিসহ প্রাসঙ্গিক খরচের জন্য প্রত্যেককে ৪ হাজার টাকা করে প্রদান করেন।
করোনাভাইরাসের সংকটকালে অদম্য মেধাবীরা আর্থিক সহায়তা পেয়ে তারা ভীষণ খুশি হয় এবং ইউএনও শিহাব রায়হানের প্রতি কৃতজ্ঞতা
প্রকাশ করে।
শিহাব রায়হান জানান, আগামীতেও এ ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে।