সম্পর্ক ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মাহবুবুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনিই পুলিশের কমিশনার পর্যায়ে প্রথম কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা করোনায় আক্রান্ত হলেন।
সোমবার চট্টগ্রামের বিআইটিআইডি ল্যাব থেকে প্রাপ্ত করোনার নমুনা পরীক্ষার ফলাফলে পুলিশ কমিশনারের নমুনা পজিটিভ এসেছে। পুলিশ কমিশনার বর্তমানে নিজ বাসাতেই আইসোলেশনে রয়েছেন বলে সিএমপি সূত্রে জানা গেছে।
চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মাহবুবুর রহমান করোনা পরিস্থিতির শুরু থেকেই ত্রাণ সহায়তা থেকে শুরু করে সাধারণ মানুষ এবং করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের পাশে থেকে সব ধরনের সহায়তা ও সাহস সঞ্চার করে আসছিলেন। সাধারণ মানুষের কল্যাণে নিরলস কাজ করতে গিয়েই গত ৪ জুন থেকে তার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। এরপর থেকে তিনি আইসোলেশনে রয়েছেন। এরই মধ্যে তিনি ও তার স্ত্রীর করোনার নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হলে পুলিশ কমিশনারের পজিটিভ আসে। তবে তার স্ত্রীর নমুনা নেগেটিভ এসেছে বলে জানা গেছে।