সম্পর্ক ডেস্ক: মহামারি করোনাভাইরাসের প্রকোপ দিন দিন বেড়েই চলছে ভারতে। গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৯৫৬ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এরআগে টানা ৯ দিন দেশটিতে ৯ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়।
শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ২৪ ঘণ্টায় করোনায় রেকর্ড ৩৯৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
৩০ জানুয়ারি দেশটিতে প্রথম করোনা রোগী শনাক্তের পর থেকে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা হলো ২ লাখ ৯৮ হাজার ২৮৩ জন। মারা গেছেন ৮ হাজার ৫০১ জন।
শুক্রবার পর্যন্ত ভারতে করোনা জয় করেছেন ১ লাখ ৪৭ হাজার ১৯৫ জন। এখনও চিকিৎসাধীন আছেন ১ লাখ ৪২ হাজার ৫৮৭ জন।
ভারতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্য মহারাষ্ট্র। সেখানে ২৪ ঘণ্টায় সাড়ে তিন হাজারের বেশি আক্রান্ত ও দেড় শতাধিক মৃত্যু হয়েছে। আক্রান্তের হিসাবে তারা ছাড়িয়ে গেছে কানাডাকে। ৯৭ হাজার ৬৪৮ জন কোভিড-১৯ রোগী পাওয়া গেছে মহারাষ্ট্রে, মারা গেছেন সাড়ে তিন হাজারের বেশি মানুষ।