সম্পর্ক ডেস্ক: মহামারি করোনাভাইরাসে ইতালিতে আরো ৪৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৩৩৮ জন।
রোববার (১৪ জুন) এমনটাই জানিয়েছে দেশেটির গণসুরক্ষা সংস্থা। খবর আল জাজিরা ও আনাদোলু এজেন্সির।
ইতালিতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪ হাজার ৩৪৫। যা বিশ্বের অন্যান্য দেশের মধ্যে চতুর্থ সর্বোচ্চ। আর আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৯৮৯। যা বিশ্বের অন্যান্য দেশের মধ্যে সপ্তম সর্বোচ্চ। আক্রান্তের দিক দিয়ে ইতালির সামনে আছে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রাজিল, স্পেন, ব্রিটেন ও ভারত।
করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়া ইতালির উত্তরাঞ্চলের লোম্বার্ডি এখনো ধুঁকছে। গত ২৪ ঘণ্টায় যে ৩৩৮ জন আক্রান্ত হয়েছে তাদের মধ্যে ২৪৪ জনই লোম্বার্ডির। সেখানে মোট মৃতের সংখ্যা এখন ১৬ হাজার ৪৪৯।
অবশ্য গেল ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ২১১ জন। তাতে চিকিৎসাধীন থাকা রোগী সংখ্যা কমে হয়েছে ২৬ হাজার ২৭৪ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসের সঙ্গে লড়াই করে সুস্থ হয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৩৭০ জন।