সম্পর্ক ডেস্ক: ঘানার স্বাস্থ্যমন্ত্রী কাওয়াকু এজিয়েমাং-মানুর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ঘানার প্রেসিডেন্ট স্বাস্থমন্ত্রীর করোনায় আক্রান্তের খবরটি নিশ্চিত করেন। হাসপাতালে তার চিকিৎসা চলছে এবং শারীরিক অবস্থা স্থিতিশীল বলে প্রতিবেদনে জানিয়েছে কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা।
রোববার রাতে রাষ্ট্রীয় ভাষণে প্রেসিডেন্ট নানা আকুফো-আদ্দো বলেছেন, ‘চলুন, আমাদের স্বাস্থ্য বিভাগের কঠোর পরিশ্রমী মন্ত্রী কাওয়াকু এজিয়েমাং মানুর জন্য সবাই প্রার্থনা করি যেন তিনি দ্রুত সেরে ওঠেন। করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিতে গিয়ে নিজেই ভাইরাসে আক্রান্ত।’
সবচেয়ে খারাপ পরিস্থিতির শিকার হওয়া আফ্রিকার দেশগুলোর মধ্যে অন্যতম ঘানা। অনেক বেশি করোনার পরীক্ষা করছে তারা। এখন পর্যন্ত ১১ হাজার ৯৬৪ মানুষের করোনা শনাক্ত হয়েছেন । ৫৪ জন মৃত্যুবরন করেছেন।
এবার স্বাস্থ্যমন্ত্রীর করোনা আক্রান্ত হওয়ায় বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে শঙ্কা জেগেছে। শেষ বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিতে সোমবার থেকে বিশ্ববিদ্যালয়গুলো খোলার কথা ছিল।