সম্পর্ক ডেস্ক: ‘ভারতের সেনাদের বলিদান বৃথা যাবে না। ভারত শান্তি চায়। কিন্তু কেউ উস্কানি দিলে, যে কোনো পরিস্থিতিতে তার জবাব দিতেও প্রস্তুত’, বলে সর্তকবার্তা দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বুধবার এক সংক্ষিপ্ত ভাষণে গালওয়ান উপত্যকায় ভারত-চীন সেনা সংঘর্ষের পর এই হুঁশিয়ারি দিলেন তিনি।
নরেন্দ্র মোদি বলেন, ‘চীনের সঙ্গে সংঘর্ষে আমাদের সেনারা নিহত হয়েছে বলে দেশ গর্ব করবে। আমি জাতিকে নিশ্চিত করতে চাই, যে আমাদের সেনাদের বলিদান বৃথা যাবে না। আমাদের জন্য ঐক্য ও দেশের স্বার্বভৌমত্ত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
এ দিকে লাদাখ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন নরেন্দ্র মোদি। আগামী শুক্রবার বিকেল ৫টা নাগাদ ভিডিও কনফারেন্সে এই বৈঠক হবে বলে প্রধানমন্ত্রীর দপ্তর এক টুইটে জানিয়েছে।
সোমবার রাতে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় ও চীনা সেনা সদস্যদের মধ্যে সংঘর্ষে নিহত হয়েছে ২০ ভারতীয় সেনা। সংঘর্ষে একাধিক চীনা সেনাও নিহত হয়েছে বলে দাবি ভারতের। তবে এ প্রসঙ্গে এখনও নীরব বেজিং। গুলি বিনিময় নয়, বরং পাথর ও রড নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। ৪৫ বছর পর ভারত-চীন সীমান্ত সংঘর্ষে সেনা সদস্যদের এই মৃত্যুর ঘটনা ঘটল।