সম্পর্ক ডেস্ক: কুমিল্লায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২১৭ জন। গত ২৪ ঘণ্টায় এ জেলায় নতুন করে আরো ৯১ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৮ জুন) কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা সিভিল সার্জন জানান, নতুন করে করোনা শনাক্ত হওয়া ৯১ জনের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনে ১৮ জন, দাউদকান্দিতে ৬ জন, বুড়িচংয়ে ৫ জন, লাকসামে ৯ জন, মুরাদনগরে ৪ জন, নাঙ্গলকোটে ৯ জন, মনোহরগঞ্জে ৪ জন, তিতাসে ৯ জন, সদর দক্ষিণে ৫ জন, দেবীদ্বারে ১২ জন, হোমনায় ৩ জন, ব্রাহ্মণপাড়ায় একজন ও চান্দিনায় ৬ জন রয়েছে।
এ জেলাতে করোনায় আক্রান্তদের মধ্যে হোম আইসোলেশনে চিকিৎসা নিয়ে আজকের ১৪৫ জনসহ ৬৫১ জন সুস্থ হয়েছেন। এছাড়া, আক্রান্তদের মধ্যে নতুন ৪ জনসহ এ পর্যন্ত জেলায় মোট মৃত্যুবরণ করেছেন ৬৩ জন।