সম্পর্ক ডেস্ক: গত ২৪ ঘন্টায় গোপালগঞ্জে নতুন করে আরো ১২ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪১৪ জনে।
বৃহস্পতিবার গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন জানান, নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন মুকসুদপুর উপজেলায় ৫ জন, কাশিয়ানী উপজেলায় ৩ জন, কোটালীপাড়া উপজেলায় ২ জন ও টুঙ্গিপাড়া উপজেলায় ২ জন। আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ডে ও আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
সিভিল সার্জন আরো জানান, এ জেলা থেকে মোট ৪ হাজার ৫৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৬ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২০২ জন। জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন ২০৬ জন। ডাক্তার, নার্সসহ স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন ৩৮ জন।
সর্বেমোট আক্রান্ত ৪১৪ জনের মধ্যে, কাশিয়ানী উপজেলায় ১১৪ জন, মুকসুদপুর উপজেলায় ১০৭ জন, সদর উপজেলায় ৭১ জন, কোটালীপাড়া উপজেলায় ৬৫ জন ও টুঙ্গিপাড়া উপজেলায় ৫৭ জন।